ইউটিউব হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের মধ্যে অধিকাংশ ব্যবহারকারী ইউটিউবে একটি নির্দিষ্ট সময় কাটিয়ে থাকেন। সময়ের সাথে সাথে যেন ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।ইউটিউবে ইউজারদের দেখার জন্য রয়েছে কোটি কোটি ভিডিও।অনেকে youtube থেকে ভিডিও ডাউনলোড করতে চান। অর্থাৎ youtube থেকে তাদের ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে চান।
কিন্তু অনেকেরই এই বিষয়ে সঠিক ধারণা থাকে না, কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আবার এমন অনেকেই আছেন যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা সফটওয়্যার পর্যন্ত খুঁজে থাকেন। আজকের পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় বা ইউটিউব থেকে নিজেদের ফোনের গ্যালারিতে ভিডিও নিবেন। তাহলে চলুন দেরি না করে যেন নেওয়া যাকঃ-

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কেন করা হয়
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কেন করব বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সুবিধা কি সেই বিষয়ে আগে জানতে হবে। দেখুন ইউটিউব হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় ভিডিও শেয়ার প্ল্যাটফর্ম।তাছাড়া ইউটিউব কে স্বয়ং গুগল পরিচালনা করে থাকে। ইউটিউবে যদি আপনি যেকোনো ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করে দেখতে হবে।
তাছাড়া ইউটিউব থেকে ভিডিও আরও একটি উপায়ে দেখা যাবে সেটি হচ্ছে ইন্টারনেট কানেকশন চালু করে youtube থেকে ভিডিও ডাউনলোড করে রাখতে হবে। পরবর্তীতে চাইলে ইন্টারনেট কানেকশন চালু না থাকলেও অফলাইনে থাকা এই ভিডিওগুলো দেখতে পারবেন।
অনেকেই এই পদ্ধতিতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে পরবর্তীতে দেখে থাকেন। তবে এই প্রক্রিয়ায় ডাউনলোডকৃত ভিডিও সকল সময় ইউটিউব ডাউনলোড লাইব্রেরীতে থাকে না। যার কারনে ইউজারদেরকে আবার ইউটিউব থেকে অফলাইনে ভিডিও ডাউনলোড করতে হয়।তাহলে আপনার প্রশ্ন এবার এটা হতে পারে ইউটিউব থেকে কি ভিডিও ডাউনলোড করা যায় না?হ্যাঁ ইউটিউব থেকে অবশ্যই ভিডিও ডাউনলোড করা যায়।
আপনার জন্য আরও পোস্ট আমাদের ওয়েবসাইটে:
- ইউটিউব চ্যানেল নাম (১৪০+মজার ও নতুন নাম)
- ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম ২০২৩ (খুব সহজ উপায়)
- ইউটিউব চ্যানেল সেটিং ২০২৩ – সঠিক নিয়মে YouTube Settings করে নিন
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করব কিভাবে
বর্তমান ইউটিউবে সময় কাটান না এমন লোক খুব কমই আছেন। ইউটিউবে আমরা অনেক ধরনের ভিডিও দেখতে পাই। তবে ইউটিউবে আমরা এই সকল ভিডিও গুলো যখন দেখে থাকি তখন কোন ভিডিও আমাদের পছন্দ হলেও আমরা সেটা ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করতে পারি না ।কেননা ইউটিউব এখনো পর্যন্ত এমন কোন সুবিধা চালু করেনি যার মাধ্যমে ইউজাররা youtube ভিডিও সরাসরি তাদের মোবাইলে বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউবের পক্ষ থেকে সরাসরি এই সুযোগ দেওয়া না হলেও আমরা কিছু পদ্ধতি অবলম্বন করেন youtube থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে নিতে পারে।যেমনঃ-
➡️vidmate সফটওয়্যার ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড
➡️Clipconverter দিয়ে youtube ভিডিও ডাউনলোড
ভিটমেট দিয়ে youtube ভিডিও ডাউনলোড করার উপায়
যদি খুবই সহজে ইউটিউব থেকে ভিডিও মোবাইলে বা ল্যাপটপে ডাউনলোড করতে চান তাহলে এই উপায়টি ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে কোন ধরনের ঝামেলা ছাড়াই youtube ভিডিও নিজেদের ফোনে ডাউনলোড করে নেওয়া যাবে। নিচে কিভাবে ভিটমেট থেকে youtube ভিডিও ডাউনলোড করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা দেখানো হলো:-
ধাপ ১ঃযারা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তারা সর্বপ্রথম অরজিনাল ভিটমেট অ্যাপটি ডাউনলোড করে নিবেন।এর জন্য সরাসরি google এ চলে যেতে হবে তারপর সার্চবারে original vidmate download লিখে সার্চ করতে হবে।
তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটি হচ্ছে vidmate এর অফিশিয়াল ওয়েবসাইট।
ধাপ ২ঃএখান থেকে সরাসরি ওয়েব সাইটটিতে চলে আসতে হবে।তারপর এখান থেকে official download পাঠালে ক্লিক করে vidmate অ্যাপ টি ডাউনলোড করে নিতে হবে। vidmate অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে।
ধাপ ৩ঃঅ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে চালু করতে হবে।অ্যাপটি চালু করার পর সব উপরের দিকে site নামক একটি অপশন দেখতে পারবেন।
সরাসরি এখান থেকে সাইটে ক্লিক করে youtube অপশন দেখা যাবে। এখান থেকে ইউটিউবে ক্লিক করে সরাসরি ভিডিও দেখতে পারবেন। এবার আপনি যে ধরনের ভিডিও ইউটিউবে দেখতে চান ইউটিউব সার্চবারে গিয়ে সার্চ করতে হবে।তারপরে ভিডিওটি চালু করলেই নিচে ডাউনলোড বাটন দেখতে পারবেন।
ধাপ ৪ঃসরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।যারা ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুজে থাকেন তারা এই প্রক্রিয়ায় ইউটিউব থেকে ভিডিও খুব সহজে মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
ইউটিউব থেকে গ্যালারিতে ভিডিও ডাউনলোড করুন Clipconverter দিয়ে
সফটওয়্যার ব্যবহার করে যারা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য এই সফটওয়্যারটি অসাধারণ।এই সফটওয়্যার টি ব্যবহার করে শুধু ইউটিউব নয় যেকোন ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র লিংক ব্যবহার করেই। নিচে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেসটা ধাপে ধাপে দেখানো হলোঃ-
Step 1ঃপ্রথমে আপনাদেরকে সরাসরি ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে গিয়ে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংকটি আপনাকে কপি করে নিতে হবে। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও ডাউনলোড করতে চান ইউটিউবে সেই রিলেটেড ভিডিও সার্চ দিবেন এবং শেয়ার অপশন থেকে কপি লিংকের একটি অপশন পাবেন সেখান থেকে লিংকটি কপি করতে হবে।
Step 2ঃ লিংকটি কপি করা হয়ে গেলে এবার সরাসরি গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর সার্চ বারে চলে যেতে হবে এবং clipconverter লিখে সার্চ করতে হবে।তারপরে আপনাদের সামনে বেশ কয়েকটি ওয়েবসাইট শো করবে। এখান থেকে clipconverter.app নামের যে সাইটটি রয়েছে সেটাতে যেতে হবে।
step 3ঃওয়েবসাইটটিতে আসার পর নিচের ছবির মত একটি পেজ দেখতে পারবেন।
এখান থেকে ডাউনলোড বাটন এর উপরের ঘরে ইউটিউব ভিডিওর যে লিংকটি কপি করা রয়েছে সেই লিংকটি প্রেস করতে হবে। অর্থাৎ উক্ত ঘরের মধ্যে ইউটিউব ভিডিওর লিংকটি বসাতে হবে। লিংকটি বসানো হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।
Step 4ঃডাউনলোড বাটনে ক্লিক করার পর youtube ভিডিওটি শো করবে। এখান থেকে আপনারা চাইলে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ 744p মোডের ভিডিও যদি ডাউনলোড করতে চান তাহলে সেই ভিডিওটির ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে। এভাবে ইউটিউব থেকে যেকোন ভিডিও খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা আরো কয়েকটি সফটওয়্যার
ইউটিউব ভিডিও ডাউনলোড করার আরো কিছু অসাধারণ সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ইউটিউব থেকে যেকোন ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। নিচে এই সকল সফটওয়্যার গুলোর নাম উল্লেখ করা হলো এবং দেখানো হলো কিভাবে সফটওয়্যার গুলো ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়:-
Snaptube ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
snaptube অ্যাপটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত একটি অ্যাপ। অনেকেই এন্ড্রয়েড মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। এই অ্যাপটির বিশেষত্ব হচ্ছে এটি ব্যবহার করে আপনি শুধুমাত্র ইউটিউব নয় আরো বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
এই অ্যাপটির মাধ্যমে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ডাউনলোড করা যাবে।কিন্তু বর্তমানে এই এপ্লিকেশনটির মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাচ্ছে না। ইউটিউব ভিডিও ডাউনলোড করার অপশনে গেলে এই অ্যাপ্লিকেশনটি ভিটমেট কে সাজেস্ট করছে।তাই এই প্রক্রিয়ায় ভিডিও ডাউনলোড করতে না পারলে আপনারা সরাসরি ভিটমেট এর মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। তবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফেসবুক, টুইটার, লিংকটি, ইন্সটাগ্রামের সকল ভিডিওই আপনারা নিজেদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন।
Instube থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়
ইউটিউব থেকে ভিডিও ফোনের গ্যালারিতে যারা নিতে চান তারা best free youtube video downloader apps এর মধ্যে এটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ইউটিউব থেকে যেকোনো ধরনের ভিডিও আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া শুধু youtube নয় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আরো ১০০ টি ওয়েবসাইটের ভিডিও ফ্রিতেই ডাউনলোড করে নেওয়া যাবে।
ভিডিও ডাউনলোড করার জন্য এই ব্রাউজারটি হচ্ছে খুবই শক্তিশালী। ব্যবহার করে যেকোনো ধরনের ভিডিও খুব সহজে গ্যালারিতে নিয়ে নেওয়া যায়। বর্তমান সময়ে এই অ্যাপ্লিকেশনটি সারা বিশ্বের লক্ষ লক্ষ ইউজার ব্যবহার করছে। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটির কেমন রিভিউ রয়েছে সেটি আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে দেখে নিতে পারেন।তাই যারা ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বর্তমান সময়ের সেরা সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য এই সফটওয়্যারটি অসাধারণ হতে পারে।
tubemate দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড
যারা মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তারা tubemate অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।এর জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং tubemate অ্যাপ টি ফোনে ইন্সটল করে নিতে হবে।অ্যাপ্লিকেশনটি ফোনে ইন্সটল করা হয়ে গেলে চালু করতে হবে। এ্যাপটি চালু হওয়ার পরপরই tubemate এ ইউটিউবের সকল ভিডিও গুলোই দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি কে সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পর নিচে download option দেখতে পারবেন।
এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে ভিডিওটি নিজের এন্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য এই অ্যাপটি বর্তমানে অনেকেই ব্যবহার করছে।
সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড বা কিভাবে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব ভিডিও গ্যালারিতে নেওয়া যাই এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে বেশ কয়েকটি এপ্লিকেশন ব্যবহার করে ইউটিউবের যে কোন ভিডিও ডাউনলোড করা যায়। এবার আমি আপনাদেরকে জানাব সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা কয়েকটি উপায় সম্পর্কে।
ধাপ ১ঃযারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান তারা www.y2mate.com ওয়েব সাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। সর্বপ্রথম নিজের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।তারপরে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি সম্পর্কে youtube এর সার্চবারে লিখুন এবং সার্চ দিন। কিছুক্ষণের মধ্যেই সে রিলেটেড ভিডিও আপনার সামনে চলে আসবে।
ধাপ ২ঃএবার ভিডিওটি চালু করে ফেলতে হবে। ভিডিওটি চালু করার পরপরই কয়েকবারে অর্থাৎ উপরে ভিডিওটির লিংক বা এড্রেস দেখা যাবে।এই লিংক বা এড্রেসটি আপনাদেরকে কপি করে নিতে হবে।
ধাপ ৩ঃতারপরে সরাসরি y2mate ওয়েব সাইটটিতে চলে যেতে হবে।ওয়েব সাইটটিতে আসার পর এখানে search your paste link here নামক একটি অপশন দেখতে পারবেন। এবার এই বাক্সে ইউটিউব থেকে যে ভিডিও লিংকটি কপি করেছিলেন সেটি বসিয়ে দিতে হবে। ডান পাশে যে start লিংক বাটন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে।ক্লিক করার সাথে সাথেই youtube ভিডিওটি আপনার সামনে চলে আসবে। এবার এখান থেকে সরাসরি 720 hd মোডের ভিডিওর ওপর ক্লিক করতে হবে তাহলে সব থেকে হাই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হতে শুরু করবে।
ধাপ ৪ঃভিডিওটি ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। ডাউনলোড করা হয়ে গেলে ভিডিওটি আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে অথবা গ্যালারিতে খুব সহজেই পেয়ে যাবেন।
ইউটিউব ভিডিও ডাউনলোড করুন savefrom.net ওয়েবসাইট দিয়ে
লিংক ব্যবহার করে যারা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটি অসাধারণ হবে। শুধুমাত্র ইউটিউব নয় যে কোন ওয়েবসাইটের ভিডিওর লিংক এনে এখানে পেস্ট করলেই সেই ভিডিও এই ওয়েবসাইটটির মাধ্যমে ডাউনলোড করে নেওয়া যাবে।
প্রথমে আপনাদেরকে সরাসরি ইউটিউবে চলে যেতে হবে এবং যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিঙ্ক শেয়ার অপশন থেকে কপি করতে হবে। লিংকটি কপি করা হয়ে গেলে সরাসরি google এ চলে যেতে হবে এবং savefrom.net লিখে সার্চ করতে হবে। সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে savefrom.net ওয়েবসাইট। ওয়েব সাইটটিতে সরাসরি চলে যেতে হবে।
ওয়েব সাইটটিতে যাওয়ার পর enter your url নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে youtube ভিডিওর লিংকটি পেস্ট করতে হবে।লিংকটি পেস্ট করার সাথে সাথেই ভিডিওটি নিচে শো করবে।
এবার এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই ইউটিউব ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
যারা সফটওয়্যার ছাড়া youtube ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য এই উপায়টি অসাধারণ হতে পারে। তাই সঠিক প্রক্রিয়ায় ইউটিউব থেকে যে কোন ভিডিও খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন।
আমাদের শেষ কথা
ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার বা সফটওয়্যার এর মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় আজকের পোস্টটি পড়ার মাধ্যমে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। উপরের দেখানো কয়েকটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করে নেওয়া যাবে। তারপরেও যদি পোস্টটি পড়ে কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আরো কোন কিছু এই বিষয়ে জানার থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন।