জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম: পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম আছে যারা জন্ম নিবন্ধন কিংবা Birth Certificate সম্পর্কে জানে না। প্রত্যেক মানুষকেই জন্মের পর এই জন্ম সনদ বা জন্ম নিবন্ধন দেওয়া হয়।
যতক্ষণ পর্যন্ত একটি মানুষ ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র পাবে না ততক্ষণ এই জন্ম নিবন্ধন টাই তার জাতীয় পরিচয় পত্রের বিকল্প হিসেবে কাজ করে। একটা সময় জন্ম নিবন্ধন তৈরি করার জন্য একজন মানুষকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় কিন্তু বর্তমানে সেই দিন নেই বললেই চলে।
এখন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন অনলাইন জন্ম নিবন্ধন।
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৩ এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আমি যদি মনোযোগ সহকারে আমাদের এই পোস্টটি পড়েন অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম, তাহলে আমি আশা করি আপনি খুব সহজে অনলাইনে জন্ম নিবন্ধন দেখা ও সংগ্রহ করতে পারবেন।
চলুন জেনে আসি কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করবেন এবং কীভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন।

অনলাইন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন
১) প্রথমে এই লিংকে যাবেন → http://103.48.16.169/pub/?pg=application_form
২) তারপরে এমন ইন্টারফেস দেখবেন। নির্বাচন করুন বক্সে ক্লিক করে আপনার বিভাগ নির্বাচন করুন।
৩) তারপরে নিচে আরেকটি বক্স আসবে সেটিতে আপনার জেলা সিলেক্ট করবেন।
৪) আবার আরেকটি বক্স আসবে সেটিতে আপনি কোন ইউনিয়ন বা সিটি কর্পোরেশন এর আওতায় রয়েছেন তা সিলেক্ট করবেন।
৫) তাপরে আবারো একটি বক্স আসবে যেটিতে আপনি কোন অঞ্চলের তা সিলেক্ট করবেন
৬) তারপরে সর্বশেষ বক্সটিতে ক্লিক করে আপনার ওয়ার্ড সিলেক্ট করবেন।এবং “পরবর্তী” বাটনে ক্লিক করবেন।
৭) তারপরে আপনার সামনে এমন একটি ফরম আসবে যেটিতে যার জন্ম নিবন্ধন করবেন তার সঠিক তথ্য দিতে হবে।উক্ত তথ্য অবশ্যই বাবা-মায়ের ভোটার আইডি কার্ড, টিকার বই, অথবা সকল মেডিকেল ডকুমেন্টস এর সাথে মিল রেখে দিতে হবে।(যদি ১০ বছরের উপরে হয় তাহলে অবশ্যই সমস্ত সার্টিফিকেট এর সাথে মিল রেখে তথ্য দিতে হবে)।
৮) তারপরে পরবর্তী লিখা বাটনে ক্লিক করলে আপনাকে আবারো এই ফর্মের মধ্যে সকল তথ্য ইংরেজিতে দিতে বলবে। সকল তথ্য সঠিক বানানে ইংরেজিতে দিবেন। তারপরে পরবর্তী লিখা বাটনে ক্লিক করবেন।
Warning :- জন্ম নিবন্ধন এর সাথে তথ্যের সাথে মিল রেখে একজন মানুষের পরবর্তী সকল তথ্য যেমনঃ- সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার আইডি কার্ড এর তথ্য দেওয়া হয়।তাই সব সময় চেষ্টা করবেন সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করতে। |
দেখতে পারেন:
- অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
- ফ্রিল্যান্সিং কি? | ফ্রিল্যান্সিং শুরু করার পূর্নাঙ্গ গাইডলাইন
- ডিজিটাল মার্কেটিং কি? | কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?
৯) তারপরে আপনার ফর্মের সকল তথ্য এভাবে preview করাবে সব কিছু আরেকবার চেক করে “সংরক্ষণ” লিখা বাটনে ক্লিক করুন।
১০) আপনার জন্ম নিবন্ধন আবেদন ফরম তৈরি হয়ে গিয়েছে। এখন আপনার ফরমটি প্রিন্ট করার একটি অপশন দেওয়া হবে যেটি থেক৷ প্রিন্ট করে নিবেন।
{ এখানে একটি কোর্ড নম্বর থাকবে যেটি আপনাকে সংরক্ষণ করতে হবে}
১১) আপনার জন্ম নিবন্ধন আবেদন ফরমটি দেখতে এমন দেখাবে।
এখন এই ফরমটিকে প্রিন্ট করে খালিঘরের তথ্য পূরন করতে হবে।তারপরে যার নামে জন্ম নিবন্ধন করবেন তার বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের কপি, টিকা বা মেডিকেল ডকুমেন্টস, ১০ বছরের উর্ধ্বে হলে সার্টিফিকেট সহ এই ফরমটি স্থানীয় নিবন্ধন কার্যালয়ে জমা দিবেন। এই ফরমটি টিকা দানকারী প্রতিষ্ঠান, ১০ বছরের উর্ধ্বে হলে শিক্ষা প্রতিষ্ঠান এবং কাউন্সিলর বা মেয়র হতে সত্যায়ন করাতে হবে অবশ্যই।
তারপরে এই জন্ম নিবন্ধন আবেদন ফরমটি জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন।
অনলাইনে জন্ম নিবন্ধন অবস্থা চেক
আপনার জন্ম নিবন্ধনটি বর্তমানে কোন অবস্থায় আছে তা জানতে পারবেন এই লিংক থেকে→ http://103.48.16.169/pub/?pg=application_status
১) লিংকে যাওয়র পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে একটি কোড দিতে বলবে। উপরের ১০ নম্বর স্টেপে একটি কোড সংরক্ষণ করতে বলেছিলাম সেটি এখানে দিবেন।
২) তারপরে Get status এ ক্লিক করলে বুঝবেন আপনার অনলাইন দরখাস্ত টি সফল ভাবে সাবমিট হয়েছে নাকি হয়নি।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাইয়ের জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে → http://103.48.16.169/pub/?pg=application_status
১) আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে সেখানে Birth certificate number এবং Date if birth দিতে হবে। দিয়ে Verify লিখা অপশনে ক্লিক করবেন।
২) তারপরে এভাবে সকল তথ্য আসবে আপনার সামনে।
জন্ম নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন এবং উত্তরঃ-
প্রশ্নঃ- জন্ম নিবন্ধন তৈরির পর কি তার কোন ভুল তথ্যের সংশোধন করা যাবে?
উত্তরঃ- অবশ্যই যাবে।
প্রশ্নঃ- জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে?
উত্তরঃ- জন্ম নিবন্ধন নম্বর সংক্রান্ত সংশোধনের জন্য কমপক্ষে ১ মাস লাগবে কিন্তু জন্ম নিবন্ধনের নাম ঠিকানা সংশোধন করতে ৩/৪ দিন যথেষ্ট।
প্রশ্নঃ- কোথা থেকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে?
উত্তরঃ- একটি আপনি কোন তথ্য সংশোধন করতে চান তার উপর নির্ভর করবে।সাধারণ ইউনিয়ন পরিষদ/ কাউন্সিলর অফিস অথবা উপজেলা অফিস/ ডিসি অফিসে সংশোধন করতে হয়।
প্রশ্নঃ- জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে?
উত্তরঃ– এটি নির্ভর করবে আপনি কোন তথ্য সংশোধন করবেন তার উপর।সাধারণত ১০ বছরের উপরে হলে সকল ধরনের এডুকেশনাল সার্টিফিকেট, পিতা-মাতার ভোটার আইডি কার্ডের কপি, সংশোধনের পক্ষে প্রমাণ।
প্রশ্নঃ- যদি এডুকেশন সার্টিফিকেট না থাকে তাহলে কি সংশোধন করা যাবে না?
উত্তরঃ– যদি জন্ম নিবন্ধন সংশোধনকারীর বয়স ১০ বছরের নিচে হয় তখন দার কোন এডুকেশনাল সার্টিফিকেট থাকে না। সেক্ষেত্রে তাদের টিকার কার্ড কিংবা মেডিকেল ডকুমেন্টস দিতে হবে।
প্রশ্নঃ- কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করব?
উত্তরঃ– জন্ম নিবন্ধন সংশোধন করতে আপনাকে প্রথমে ইউনিয়ন পরিষদ / কাউন্সিলর কার্যালয়ে যেতে হবে। সেখানে দ্বায়িত্বরত কর্মকর্তাকে আপনার সংশোধিত তথ্য এবং সংশোধন এর পক্ষে প্রমান এবং যাবতীয় ডকুমেন্টস দিতে হবে।
তারপরে আপনাকে একটি ফাইল দেওয়া থাকবে যেটিতে সকল ডকুমেন্টস এবং আবেদন পত্র থাকবে। এই ফাইল নিয়ে আপনাকে ডিসি অফিস/ উপজেলা অফিসে যেতে হবে।
সেখানে দ্বায়িত্বরত কর্মকর্তাকে জমা দিবেন এই ফাইল। তারপর তারা একটি সময় দিবে আপনাকে যেই সময়ে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে।সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়ে আপনার সংশোধিত জন্ম নিবন্ধন বা জন্ম সনদ সংগ্রহ করবেন। জন্ম নিবন্ধন সংশোধন করার আগে অবশ্যই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে নিবেন।
প্রশ্নঃ- কিভাবে জন্ম নিবন্ধন সনদ pdf সংগ্রহ করব?
উত্তরঃ– জন্ম নিবন্ধন সনদ pdf সংগ্রহ করার এখন পর্যন্ত কোন নিয়ম নেই। হয়ত ভবিষ্যতে এমন নিয়ম আসতে পারে।
জন্ম নিবন্ধনের গুরুত্ব
জন্ম নিবন্ধন আমাদের প্রত্যেক জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এটি ছাড়া আমরা কোন সরকারী পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও পাসপোর্ট তৈরি করতে এটি খুব দরকার।তাই প্রত্যেক মানুষেরই দরকার সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করা
সর্বশেষ
একজন আদর্শ নাগরিক হিসেবে প্রত্যেকেরই দরকার সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করা। কারন এই জন্ম নিবন্ধন বা জন্ম সনদের তথ্যকে কেন্দ্র করে আমাদের সকল সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার আইডি কার্ড পর্যন্ত সব তথ্য দেওয়া হয়।তাই নির্ভুল জন্ম সনদ আমাদের প্রত্যেকরই দরকার।
দেখতে পারেন:
- অনলাইনে আর্টিকেল লিখে আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন ২০২১
- এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে আয় করবেন?
- মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার ১৬টি উপায়
জন্ম নিবন্ধন ২০২১ সম্পর্কিত সার্চ কোয়েরি
- জন্ম নিবন্ধন দেখব
- জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ
- জন্ম নিবন্ধন স্থানীয় সরকার
- জন্ম নিবন্ধন নম্বরঃ
- জন্ম নিবন্ধন ফরম ২০২১
- জন্ম নিবন্ধন সংশোধন
- জন্ম নিবন্ধন হেল্পলাইন
- জন্ম সনদ pdf
- জন্ম নিবন্ধন সনদ পিডিএফ
- জন্ম নিবন্ধন নতুন ওয়েবসাইট ২০২৩, ইত্যাদি।